meaningkosh

What is a Personal Pronoun? Rules and Examples

By Team MeaningKosh

Personal Pronoun কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহৃত হয় তাকে personal pronoun বলে। Personal Pronoun আবার তিন প্রকার। যেমন: ব্যাক্তির নামের পরির্বতে: I did it. You can do everything. They are students. বস্তুর নামের পরিবর্তে: He did it.

Personal Pronoun

According to the person, Personal Pronoun আবার তিন প্রকার। নিম্নে আমরা সেগুলোর বিস্তারিত বর্ননা তুলে ধরব।

The personal pronoun of the first person

First-person বা উত্তম পুরুষে যে সব pronoun. (সর্বনাম) ব্যবহৃত হয় তারা এই প্রকারের pronoun. যেমন I, we, my, me, our, us, ours. etc.

What is a Personal Pronoun? Rules and Examples

The personal pronoun of the second person

Second person বা মধ্যম পুরুষের যে সব pronoun ব্যবহৃত হয় তাদেরকে এই প্রকারে গণ্য করা হয়। যেমনঃ You, your, yours, thou, they, thine, thee, etc.

The personal pronoun of the third person

Third-person of atta পুরুষে যে সব pronoun ব্যবহৃত হয় তারা এই প্রকারের pronoun. যেমন ঃ He, she, him, his, they, their, them, etc.

Characteristics of personal pronouns (বৈশিষ্ট্যাবলী)

Number, person, ও case-এর পরিবর্তনের সাথে সাথে personal pronoun পরিবর্তিত হয়। যেমন, singular number এর 1 পরিবর্তিত হয়ে plural number-এ we রূপ ধারণ করে। আবার, first person-এ I, we ইত্যাদি ব্যবহৃত হলেও second personএ you, your ইত্যাদি এবং third person-এ he, she, they ইত্যাদি ব্যবহৃত হয়। অধিকন্তু nominative case-এর he objective case এ him এবং possessive case-এ his রূপ ধারণ করে। সুতরাং, number, person, ও case-এর পরিবর্তনের সাথে সাথে personal pronoun-এর রূপের পরিবর্তন হয়। নিচের ছকের মাধ্যমে বিষয়টি আরও চমকারভাবে দেখান হল।

Personal Pronoun

Word-notes: thou = তুই, Thee = তােকে, Thine-তাের, Thy-তাের।

(a) Possessive pronoun-এর দুটি রূপ আছে। একটির আওতায় পড়ে my, thy, her, its, our, their, এরা কোন noun এর আগে বসে adjective এর কাজ করে।

অন্য রুপটির আওতায় পড়ে mine, thine, hers, ours, yours, theirs. এরা ব্যবহৃত হয় pronoun রুপে (adjective রুপে নয়) এবং এদের পরে কোন noun বসে না। যেমন: He is a friend of mine.

(b) নীচের বাক্যটি পড়:

His table is heavier (ভারী) than my table.
বাক্যটিতে table শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে। কিন্তু table শব্দটি দ্বিরুক্তি এড়ানোর জন্য my table এর table তুলে দিয়ে my কে mine-এ পরিনত করতে হবে।
His table is heavier than mine.
Table’ noun টি একই sentence-এ আগে একবার ব্যবহৃত হয়েছে বলেই এই কাজটি সম্ভব হয়েছে।

The gender of personal pronoun: gender ভেদে first-person ও second person-এর personal pronoun -এর কোন পরির্বতন হয় না।
I, we, us, our, etc. — You, your, yours

কিন্তু Gender ভেদে third-person -এ personal pronoun -এর রূপ পরিবর্তিত হয়।
he/she – it
him/her – it

কিন্তু they, their, theirs-এর কোন পরিবর্তন হয় না।

USE OF “IT”

It নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়।
(i) Inanimate object বা জড় পদার্থ বুঝাতে।
I have written a letter and I want to send it to my father

(ii) Inferior animals বা ইতর প্রানী বুঝাতে :
We have a dog and we love it very much.

(ii) উভয়লিঙ্গের baby বা শিশু বুঝাতে: The child (or baby) is crying for its (his বা her নয়) mother.

(iv) Preparatory বা provisional (অস্থায়ী) subject রূপে sentence-এর প্রথমে। It is good to take exercise regularly. It is bad to tell a lie.

NOTE: উপরের কায়দায় It ব্যবহৃত হলে এর পর সাধারণত Infinitive phrase বা। that clause বসে। যেমনঃ

It is wrong to say so.
It is true that he will come.

এখন sentence-এর প্রথমে It ব্যবহার করতে না চাইলে infinitive phrase বা that – clause আগে বসাতে হয়। যেমন:
To say so is wrong.
That he will come is true.

(v) It কখনও কখনও কোন object-এর পরিবর্তে provisional (অস্থায়ী) object রূপে বসে ।

I find it unscrupulous (অবিবেচক সূলভ) to tell him everything.

He thinks it fine to sacrifice. (ত্যাগ করা)।

NOTE: ছাত্র/ছাত্রীদের কাছে উপরের sentence গুলাের গঠন কঠিন মনে হতে পারে। কিন্তু আসলে তা মােটেই কঠিন নয়। উপরের ২য় sentenceটি কি ভাবে গঠিত হল তা নিচে দেখান হল:

He thinks that it is fine to sacrifice (তিনি মনে করেন যে ত্যাগ করা ভাল)। এই বাক্যটির that এবং is তুলে দিলে থাকে ? He thinks it fine to sacrifice. যার অর্থ আগের sentenceটির অর্থের মত। শুধু বাক্যের গঠনরূপ ভিন্ন।

(vi) আগের উল্লেখিত কোন বক্তব্যকে আবার নির্দেশ করতে –

He called me but I did not know it. (এখানে it= his calling me, তার ডাকা).

(vii) For emphasis (জোর দেয়ার জন্য) –

You have done it. (তুমি একাজ করেছ) কিন্তু যদি বলি তুমিই একাজ করেছ–তাহলে লিখতে হবে : It is you who have done it. এখানে It দ্বারা পরর্বতী pronoun you’ এর উপর জোর দেয়া হয়েছে। এভাবে – It is Biva who has (have নয়) won the prize.

viii) কখনও কখনও cognate object রূপে:

We will have to walk the way. না লিখে যদি লিখি We will have to walk it.

তাহলে it দ্বারা the way-কে বুঝায় এবং যেহেতু the way একটি cognate object সেহেতু it-ও একটি cognate object রূপে কাজ করেছে। এভাবে :

They will have to fight it (=the fight) to the end.
He dreamt it (=this dream) long before.

(ix) Sentence-এ কোন subject না থাকলে, ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে  নৈব্যর্তিকভাবে (impersonally):

It rains. (বৃষ্টি হচ্ছে।)
It is very cold today. (আজ খুব ঠান্ডা।)
It is at twelve O’clock now.

Some Rules Use of Personal Pronoun

Personal pronoun এর ব্যবহার সংক্রান্ত কতকগুলাে নিয়ম:
(a) দুই বা তার বেশিসংখ্যক singular noun বা pronoun and দিয়ে যুক্ত হলে তাদের পরিবর্তে পরবর্তীতে ব্যবহৃত pronounটি plural হবে। যেমন:
Rabu and Babu went to their (her নয়) class-teacher. He and his friend will do their home tasks (বাড়ির কাজ) together.
(b) কিন্তু and দ্বারা যুক্ত singular noun-গুলাে যদি একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে তাদের পরবর্তী pronounটি singular হবে।

The secretary and lawyer (একই ব্যক্তি, এজন্যে the-একবার ব্যবহৃত হয়েছে) is walking to his (their নয়) office.

(c) আমরা জেনেছি দুইটি বা তার বেশি singular noun and-দ্বারা যুক্ত হলে তাদের পরবর্তী pronounটি plural হয়। কিন্তু ঐ noun-গুলাের আগে যদি each বা every থাকে তাহলে তাদের পরে singular pronoun বসে।
Every student and every teacher should do his/her (their নয়) duties properly.
Each worker and each supervisor will get fifty taka for his/her (their নয়) one-hour overtime work.

(d) দুই বা ততােধিক singular noun either–or অথবা neither—nor দ্বারা যুক্ত থাকলে তাদের পরিবর্তে ব্যবহৃত pronounটি singular হবে।
Either he or his brother will bring his (their-নয়) dog (হয় সে না-হয় তার ভাই তার কুকুরটি আনবে।)
Neither Shuva nor Biva has (have নয়) done her (their নয়) duty (শুভা বা বিভা কেউই তার কর্তব্য পালন করেনি।)

কিন্তু noun দুটির মধ্যে কমপক্ষে একটি যদি plural হয় তাহলে তাদের পরবর্তী pronounটি plural হবে। Either he or his brothers will bring their (his নয়) dogs.

(e) First person, second person, third person-এর pronoun বা noun – – সব যদি একই বাক্যে ব্যবহৃত হয় তাহলে প্রথমে second person (2) পরে third person (3), এবং অবশেষে first person (1) বসে। অর্থাৎ সংক্ষেপে মনে রাখবে (231-order সংকেতটি)।

Inc: He, I, and you went there.
Cor: You (2), he (3), and I (1) went there.

Inc: Rahim and you did it.
Cor: You (2), and Rahim (3) did it.

Inc: I and his brother heard it.
Cor: His brother (3) and (1) heard it.

কিন্তু দোষ স্বীকারের ব্যাপার হলে তখন ব্যবহার করতে হবে [123-Order].

Inc: You (2), he (3), and I are to blame (দোষী).
Cor: I(1), you (2), and he(3) are to blame.

Inc: Ram and you are guilty.
Cor: You (2) and Ram (3) are guilty.

Inc: Chandan and I are responsible for the fault.
Cor: I (1) and Chandan (3) are responsible for the fault.

(f) নিচের সংকেত গুলাে মনে রাখ
ক (1) +and+{2}/(3) –⇒ (1) plural. তার মানে, first person (1) এর pronoun এর সাথে অন্য যে কোন person (2 বা 3) এর pronoun “and” দ্বারা যুক্ত থাকলে তাদের পরিবর্তে First person (1}-এর plural pronoun ব্যবহৃত হবে।

Inc: You (2) and I(1) have prepared your home task.
Cor: You and I have prepared our (1-plural) home task.

Inc: You, Ram, and I started their work.
Cor: You, Ram, and I started our work.

তাহলে দেখা গেল যে second person বা third person যাই থাক না কেন, first person থাকলে পরবর্তীতে first person-এর plural pronoun-ই ব্যবহৃত হবে !

আবারঃ

(2)+and+(3) ⇒ (2) plural. (এখানে (1) বা first personএর pronoun নাই। থাকলে কিন্তু আগের নিয়মই কার্যকরী হত)

Inc: He (3) and you (2) are doing their work.
Cor: He (3) and you (2) are doing your (2-plu.) work
Inc: Shuva and you went to see our garden.
Cor: Shuva and you went to see your (2-Plu.) garden.

Possessive of Interest

নিচের Sentence-গুলাে পড়
I love my country. Our homeland is, as it were (যেন), the heaven(স্বর্গ). I want to see my captain.

উপরের my, our, possessive pronoun গুলাে গভীর অনুরাগবশতঃ বা অতিপরিচিতি বশত ও ব্যবহৃত হয়েছে। এদেরকে possessive of interest বলে ।

Emphatic Possessive

Own মানে নিজের। নিচের বাক্যটি পড়

This is my brother. এখানে my মানে আমার–possessive pronoun,
আবার This is my own brother.

বাক্যটিতে own মানে নিজের। my মানে আমার। “আমার” বলে যা বুঝানাে হল “আমার নিজের” বলেও একই কথা বুঝানাে হল। তাহলে own শব্দটি ব্যবহার করার প্রয়ােজন কি? আসলে এই word-টি possessive pronoun (my, his, her etc.) এর পরে ব্যবহৃত হয় শুধুমাত্র জোর (emphasis) আরােপ করার জন্য। “আমার ভাই”-এর চেয়ে আমার নিজের ভাই” statement-টিতে জোর ও আন্তরিকতা বেশি। এরূপ ক্ষেত্রে own-কে বলে emphatic possessive.

Tags: , ,
avatar

Team MeaningKosh

View all posts

Top