meaningkosh

The Phrase and the Clause – Learn English Grammar

By Team MeaningKosh

Grammar-এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল সঠিক ও সুন্দর sentence—গঠন করা। আর এই সঠিক ও সুন্দর sentence-এর বিভিন্ন অত্যাবশ্যকীয় উপাদানসমূহের মধ্যে phrase ও clause-এর গুরুত্ব অপরিসীম। পরবর্তী অধ্যায়গুলাের বিভিন্ন আলােচনায় এগুলাে ব্যবহৃত হবে। কিন্তু এগুলাে সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা না থাকলে শিক্ষার্থীদের ঐসব অধ্যায় অনুসরণ করতে অসুবিধা হবে। এজন্যে এই অধ্যায়টির মাধ্যমে এগুলাে সম্বন্ধে প্রাথমিক ধারণা দেওয়া হল। এদের বিস্তারিত আলােচনা পরবর্তী কোন এক অধ্যায় পর্যন্ত স্থগিত রাখা হল।

The Phrase

চমৎকার কৌশলে Phrase শিখ। নিচের বাক্যগুলাে পড়।

I saw the fox
S+V+0

উপরের বাক্যটিতে verb হল saw যার পরবর্তী সবটুকু অংশ হল object. কিন্তু এর পরে মাত্র একটি noun আছে তা হল fox. এটিই হল object. (The Phrase and the Clause) এবার নিচের বাক্যটি পড়ঃ

I saw the fox without a tail
S+V+O

The Phrase and the Clause - Learn English Grammar

এই বাক্যটিতে subject এবং verb আগের মতই, শুধু objectটি ভিন্ন। object এর স্থানে একটি noun (fox)-এর পরিবর্তে একাধিক word ব্যবহৃত হয়েছে যাদের মধ্যে noun, adjective, preposition—আছে। কিন্তু সবচেয়ে মজার জিনিস হল এই যে, সবগুলাে word মিলে বাক্যে object হিসেবে ব্যবহৃত হয়েছে; অথাৎ, একটি মাত্র element বা part of speech হিসেবে কাজ করেছে। আরও লক্ষ্য করার বিষয় হল এই group of words বা শব্দগুচ্ছের মধ্যে কোন finite verb বা সমাপিকা ক্রিয়া নেই। আর ক্রিয়া নেই বলে শব্দগুচ্ছের আলাদা ভাবে কোন বাক্য গঠন করার ক্ষমতা নেই। এই group of words কে কি বলে জান? এটিই হল phrase বা শব্দ গুচ্ছ।

তাহলে, সংজ্ঞা পাচ্ছি—
Definition: A phrase is a group of words that has no subject and finite verb and acts as a small element of a sentence. (Phrase হল একটি শব্দসমষ্টি যার কোন সমাপিকা ক্রিয়া এবং subject নেই এবং বাক্যে একটিমাত্র উপাদান হিসেবে কাজ করে।).

লক্ষ্য কর, আমরা বলেছি যে phrase একটি মাত্র part of speech এর মত কাজ করে। উপরের example এর phraseটি noun হিসেবে কাজ করেছে (কারণ object হিসেবে কাজ করেছে)। Part of speech এর অন্যান্য গুলাে হল pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection- এইগুলো। এদরে মধ্যে pronoun ছাড়া phrase অন্য যে কোনটির মতো কাজ করতে পারে। ফলে আমরা Noun phrase, adjective phrase, adverbial phrase ইত্যাদি পাই।

যে গুলাে নিয়ে আমরা এখন আলােচনা করব।

NOUN PHRASE:

The Phrase and the Clause - Learn English Grammar

তাহলে শিখলাম:

Noun phrase কোন একটি noun এর কাজ করে।
subject, object, complement রুপে ব্যবহৃত হয়।

ADJECTIVE PHRASE :

The Phrase and the Clause - Learn English Grammar

তাহলে আমরা দেখলাম যে, Adjective phrase ঠিক একটি মাত্র adjective এর কাজ PORT

ADVERBIAL PHRASE:

Examples:
a (i) The horse runs fast. (fast = adverb) কিন্তু
a (ii) The horse runs at a great speed. (adv. phrase )

b (i) He came hurriedly (তড়িঘড়ি). (hurriedly=adverb)
b (ii) He came in a hurry.(adv. phrase )

a(i) ও b(i) বাক্যগুলিতে adverb ব্যবহৃত হয়েছে কিন্তু a(ii) ও b(ii) বাক্য গুলিতে ব্যবহৃত হয়েছে adverbial phrase.

PREPOSITIONAL PHRASE:

Examples:
a (i) He sacrificed (উৎসর্গ করেছিল) his life for his country. (for = bere preposition)
a (ii) He sacrificed his life for the sake of his country.
prep. phrase

b (i) i could not go to school for illness. (for=preposition) free
b. (ii) I could not go to school on account of illness.
prep. phrase

NOTE :

a(i) ও b(i) বাক্য দুটিতে preposition ব্যবহৃত হয়েছে কিন্তু a (ii) ও b (ii) বাক্যদুটিতে prepositional phrase ব্যবহৃত হয়েছে। (Learn The Phrase and the Clause).

CONJUNCTIONAL PHRASE:

Examples:
a (i) Work hard.
a (ii) You can succeed. এই দুটি বাক্যকে যুক্ত করতে হবে। আমরা জানি যে, দুটি ভিন্ন বাক্যকে যুক্ত করতে হলে যে word টির দরকার তাকে বলে conjunction. কিন্তু কোন phrase (একের অধিক word) দিয়ে যদি সেই কাজ করা হয় তাহলে তাকে বলে conjunctional phrase. তাহলে উপরের বাক্য দুটিতে conjunctional phrase দিয়ে যুক্ত করে পাই.

a (iii) Work hard in order that you can succeed. (in order that = conj.phrase যাতে, যেন).

b (i) We started.
b (ii) It began to rain just (ঠিক) a moment ago (এক মুহুর্ত আগে).
b (iii) No sooner had we started than it began to rain.

INTERJECTIONAL PHRASE:

এর আগে তােমরা Interjection কাকে বলে শিখেছ। এখানে আরাে কয়েকটি উদাহরণ তােমাদের বােঝার সুবিধার জন্য দেয়া হল।

Examples:
a. (i) Hurrah! We have won the game.
b. (i) Alas! He is dead.
c. (i) Ah! The bird is very fine. কিন্তু নিচের sentence গুলাে পড়।

a. (ii) What a pleasure! we have won the game. (intj. phrase)

b. (ii) What a pity! He is dead. (intj. phrase)

c. (ii) What a pleasure! The bird is very fine. (intj. phrase)

a(ii), b(ii); c(ii) বাক্যগুলিতে interjectional phrase গুলাে যথাক্রমে a(i), b(i), ও c(i) এ ব্যবহৃত interjection গুলাের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। লক্ষ্য কর, a(ii), b(ii) ও c(ii).

বাক্যগুলাের phrase গুলােতে একের অধিক word আছে যাদের মধ্যে কোন finite verb নেই।

EXERCISE:

Pick out the phrases in the following sentences and say which one is what phrase.
(1) We saw a girl in white.
(2) A friend in need is a friend indeed.
(3) Work hard in order that you succeed in the long run.
(4) Shuman beat him black and blue (Avots).
(5) The taking of exercise in the morning is good.

Ans. (1) Adj. Phrase (2) Adj. Phrase, Adj. Phrase (3) Conj. Phrase, Adv. Phrase. (4) Adv. Phrase. (5) Noun Phrase.

The Clause

অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা clause শিখব। নিচের বাক্যদুটি পড়-
(a) I saw a boy
(b) He was crying.

1(a) এবং 1(b) উভয়ই আলাদা আলাদা বাক্য। কিন্তু বাক্যদুটি যদি যুক্ত করে নিচের মত করে লিখি—1 (a+b) I saw a boy who was crying. – তাহলে 1(b) বাক্যটি আর একটি পূর্ণাঙ্গ বাক্য থাকে না, তা 1(a+b) ব্যক্যটির একটি clause-এ পরিণত হয়েছে।

Clause এর বৈশিষ্ট্য

1(b) বাক্যটির কি বৈশিষ্ট্য ছিল? বাক্যটিতে একটি Subject (He) এবং একটি Predicate verb (was crying) ছিল। 1(a+b) বাক্যটিতে ও এই element গুলাে আছে। কিন্তু তবুও 1(a+b) বাক্যের who was crying-কে আমরা বাক্য বলতে পারি না।

কারণ এক্ষেত্রে বাক্যটি অন্য একটি বাক্যের অংশবিশেষে পরিণত হয়েছে। তাহলে clause এর বৈশিষ্ট্য হল এই যে, এতে

(i) একটি subject থাকবে
(ii) একটি verb থাকবে, এবং তা
(ii) একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

তাহলে বলা যায় যে, যে কোন clause তার জীবনের প্রথম পর্যায়ে একটি পূর্ণাঙ্গ বাক্য ছিল। কিন্তু অপর একটি sentence এর আক্রমণে সে তার স্বাধীনতা হারিয়ে ঐ আক্রমণকারী বাক্যের একটি অংশে পরিণত হয়েছে।

Definition: A clause is a part of a sentence and has a subject and a verb of its own. (clause হল বাক্যের একটি আংশ যার একটি subject ও একটি verb রয়েছে।)

Conclusion

The Phrase and the Clause. Clause and Phrase Exercise & Practice. The Phrase and the Clause structure and verb patterns Bengali tutorial.

Tags: , ,
avatar

Team MeaningKosh

View all posts

Top