meaningkosh

The Sentence (বাক্য) – Definition and Characteristics

By Team MeaningKosh

The Sentence (বাক্য) – Definition and Characteristics. A sentence is a combination of words arranged in such an order that it expresses a complete sense or meaning. (বাক্য হল এমনভাবে সাজানাে শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে). What is a sentence and examples? What is a sentence in grammar?

The Sentence (বাক্য) – Definition and Characteristics

নিচের শব্দসমষ্টিগুলাে (groups of words) পড়-

বাড়ি যায়।
সে ভাত।
রহিম মাঠে।

কোনটির দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পায়? অবশ্যই না। কিন্তু ঐ শব্দসমষ্টিগুলােকেই যদি নিচের কায়দায় লিখি।

সে বাড়ি যায়।
সে ভাত খায়।
রহিম মাঠে খেলে।

তাহলে প্রতিটি ক্ষেত্রেই এক একটি পূর্ণ অর্থ প্রকাশ পায়। আবার নিচের শব্দসমষ্টিগুলাে পড় –
goes home
He rice
Rahim in the field

ঠিক উপরের মত এখানেও কোন ক্ষেত্রে পূর্ণ অর্থ প্রকাশ পায়নি। কিন্তু নিচের উদাহরণগুলাে পড়-

He goes home.
He eats rice.
plays in the field.

The Sentence (বাক্য) - Definition and Characteristics

এবার কিন্তু প্রতিটি শব্দসমষ্টিই একেকটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। অর্থাৎ এখন আমরা এদের প্রত্যেকটিকে sentence বা বাক্য বলতে পারি। তাহলে দেখা গেল, কোন শব্দসমষ্টিকে একটি sentence বা বাক্যে পরিণত হতে গেলে তার মধ্যে অবশ্যই অর্থের সম্পূর্ণতা থাকতে হবে। তাহলে sentence এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ’ল এর অর্থের  পূর্নঙ্গতা বা completeness of sense. (What actually is a sentence in English grammar?)

এবার আরেকটি চমৎকার জিনিস। আমরা উপরে উল্লেখিত বাংলা উদাহরণগুলাে যদি নিচের মত করে লিখি তাহলে কি কোন অর্থ প্রকাশ করতে পারি?

যায় সে বাড়ি।
0 খায় ভাত সে।
মাঠে খেলে রহিম।

না, আমরা উপরের শব্দগুচ্ছ দিয়েও কোন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারি না। কিন্তু কেন? আগে যে পূর্ণাঙ্গ অর্থসম্পন্ন বাক্যগুলাে তৈরি করেছিলাম তাদের সবগুলাে শব্দই প্রতিটি শব্দগুচ্ছে আছে, কিন্তু অর্থ প্রকাশিত হল না কেন? উত্তর হল এই শব্দগুলাে ঠিকই আছে কিন্তু তাদের অবস্থানগুলাে পাল্টে গেছে। একটি শব্দের জায়গা দখল করেছে অন্য একটি শব্দ।

এভাবে নিচের groups of words দ্বারাও কোন সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় না-

goes home he
He rice eats
in plays the field Rahim

তাহলে দেখা গেল যে, শব্দগুচ্ছের এলােমেলােভাবে কোন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই। অর্থ প্রকাশ করতে হলে, অর্থাৎ বাক্যে পরিণত হতে গেলে, তাদেরকে অবশ্যই অবস্থানগত একটি শৃঙ্খলা বা ORDER মেনে চলতে হবে। অর্থাৎ, শব্দগুলােকে যার যার নিজস্ব জায়গায় ব্যবহার করা চাই, নইলে তারা কোন বাক্য গঠন করতে পারবে না।

তাহলে উপরের আলােচনা থেকে আমরা sentence-এর প্রধান তিনটি বৈশিষ্ট্য পাই।। সেগুলাে হলঃ

completeness of sense (অর্থের পূর্ণতা)।
correct order (যথাযথ শৃঙ্খলা)।
combination of words (শব্দসমষ্টি)।

এবং উপরের বৈশিষ্ট্যগুলাের দিকে লক্ষ্য রেখে আমরা নিম্নরূপে sentence-এর সংজ্ঞা দিতে পারি-

Definition of Sentence

A sentence is a combination of words arranged in such an order that it expresses a complete sense or meaning. (বাক্য হল এমনভাবে সাজানাে শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে।)

এরপর আমরা sentence-এর বিভিন্ন element বা উপাদানগুলাে দেখব। তবে তার আগে নিচের অনুশীলনীটি কর। তাতে বড় লাভ হল এই যে, একটু আগে শিখে আসা ধারণাগুলাে বাস্তবে প্রয়ােগ করা যাবে এবং তা আরও মজবুত হবে।

EXERCISE

1. What are the main characteristics of a sentence? (বাক্যের প্রধান বৈশিষ্ট্যগুলাে কি কি?)।
2. Say which group of words is a sentence and which one is not a sentence, Why? (কোন শব্দসমষ্টি বাক্য এবং কোনটি বাক্য নয় তা বল। কেন?)।

(a) Mother me gives taka five.
(b) He is a good.
(c) Rahim eats rice.
(d) Rahima dances.
(e) They in the field football play.
(f) I can not the bird catch.
(g) goes home he.

This is the first lesson. If you have any quarry then please write in the comments section. Also, share with your friends as well. As a result, we will inspire to write all the lesson regualry. So, stay with us for next update.

avatar

Team MeaningKosh

View all posts

Top