meaningkosh

Elements of the Sentence (বাক্যের উপাদান) – Part 2

By Team MeaningKosh

Elements of the Sentence আমরা নিচের বাক্যগুলাে আবারও দেখব। sentence-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ element বা উপাদান। এর সাহায্যে sentence-এর অন্যান্য element-গুলােকে নির্ণয় করা যাবে।

Elements of the Sentence

(a সে বাড়ি যায়—He goes home.
(b) সে ভাত খায়—He eats rice.
(c) রহিম মাঠে খেলা করে-Rahim plays in the field.

উপরের প্রতিটি বাক্যেই একটি করে কাজ ঘটছে। (a) নং বাক্যে “যায়”, (b) নং বাক্যে “খায়”, (c) নং বাক্যে “খেলা করে”—এগুলাে হল একেকটি কাজ। এদেরকে বলে ক্রিয়া বা verb. কোন বাক্যে এই verb-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে verb-গুলাে হলঃ

(১) goes
(২) eats
(৩) plays

এই verb হল কোন sentence-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ element বা উপাদান। এর সাহায্যে sentence-এর অন্যান্য element-গুলােকে নির্ণয় করা যাবে।

Elements of the Sentence

What is an element of a sentence and examples?

এই কাজ করার জন্য নিচের প্রশ্নগুলাের উত্তর খুঁজতে হবে।

১। কাজটি “কে” (who) করে?
২। সে “কি” (what) নিয়ে কাজটি করে?

Read Also: The Sentence (বাক্য) – Definition and Characteristics

(a) নং বাক্যে আমরা এখন ১নং প্রশ্নটি আরােপ করব। এখানে কাজ হল “যাওয়া। কিন্তু “কে” যায়? উত্তর হল “সে”। তাহলে “সে” হল বাক্যের “কর্তা” বা subject. এভাবে (a) নং বাক্যের subject হল He, (b) নং বাক্যের subject হল Rahim. এবার ২নং প্রশ্নের দিকে। আসা যাক। (b) নং বাক্যে যে কাজটি ঘটছে তা হল “খাওয়া”। যদি প্রশ্ন করি সে “কি” খায়। তাহলে উত্তর হবে- সে “ভাত খায়। তাহলে এই ভাত হল object বা কর্ম। (a) নং বাক্যে কোন object নেই। (b) নং বাক্যেও কোন object নেই। এবার আরও কয়েকটি উদাহরণঃ

(d) রহিম একটি ভাল ছেলে—Rahim is a good boy.
(e) রহিম ভাল খেলে—Rahim plays well.
(f) সে দ্রুত দৌড়ায়-He runs swiftly.

এই বাক্যগুলােতে কতকগুলাে অতিরিক্ত element আছে যাদেরকে জানার জন্য নিচের । প্রশ্নগুলাে প্রযােজ্য ?

৩। কেমন?
৪। কেমনভাবে কাজটি করে?

(d) বাক্যে যদি প্রশ্ন করি রহিম “কেমন ছেলে? তাহলে উত্তর হল “ভাল” (good) ছেলে। এই good হল adjective বা বিশেষণ। (e) নং বাক্যে যদি প্রশ্ন করি রহিম “কেমনভাবে খেলে? উত্তর হয়, সে “ভালভাবে”। খেলে। অর্থাৎ এই শব্দটি দিয়ে ক্রিয়া কিভাবে সংঘঠিত হল (ভালভাবে না মন্দভাবে ইত্যাদি) তা। বুঝাচ্ছে। একে বলে adverb. এখানে adverb হল well. এরূপে (f) নং বাক্যের adverb হল “দ্রুত” বা swiftly. নিচের ছকে (Table) কোন প্রশ্ন করে কোন্ element জানা যাবে তা। সংক্ষেপে দেয়া হল।

Elements of the Sentence

একটি জিনিস লক্ষ্য কর। Adjectve বা বিশেষণ দিয়ে verb এর অবস্থা বুঝায় না, subject বা object-এর অবস্থা বুঝায়। তাহলে Elements of the Sentence গুলাে নিচের structure (গঠন-কাঠামাে) গুলাে দিয়ে প্রকাশ করা যায়।

STRUCTURES

S + V + O: He eats rice.
S + V + ADV.: He runs swiftly
S + V + ADJ. + NOUN: He is a good boy.

এখানে S = SUBJECT, ADV. = ADVERB, V = VERB, ADJ. = ADJECTIVE

আমরা SUBJECT, OBJECT, VERB ইত্যাদি চিনলাম। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ। element রয়ে গেছে। নিচের বাক্যটির মাধ্যমে তা দেখব।

(g) তিনি একজন ডাক্তার- He is a doctor.

এখানে doctor কি object? নিশ্চয়ই নয়। কারণ object এর সাথে verb-এর সম্পর্ক আছে। যেমন, He eats rice বাক্যটিতে rice হল object. এটি নিয়ে কর্তা বা subject একটি কাজ করছে, কাজটি হল eats. তাহলে doctor নিশ্চয়ই object নয়। এটি হল complement. Complement হল subject এরই একটি ভিন্ন পরিচয়।

He eats rice বাক্যে He আর rice এক বস্তু নয়। কিন্তু He is a doctor বাক্যে He যিনি doctor-ও তিনি। অর্থাৎ He = doctor এভাবে verb-এর পরে subject এরই অন্য একটি পরিচয় বসলে তাকে বলে complement. আর ঐ verb-টিকে বলে link verb বা linking verb.

তাহলে linking verb (LV)-এর কাজ হল subject ও complement-এর মাঝে যােগসূত্র (link) স্থাপন করা। এতক্ষণ যা কিছু শিখলে তা কিন্তু অত্যন্ত মূল্যবান। এই বইয়ের বিভিন্ন স্থানে Elements of the Sentence গুলাের ব্যবহার আসবে।

Tags: , ,
avatar

Team MeaningKosh

View all posts

Top