meaningkosh

What are Interrogative Pronouns? Examples & Exercises

By Team MeaningKosh

What are Interrogative Pronouns? Examples & Exercises. Interrogative Pronouns কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্য দেওয়া হলো। He is the doctor we met. এখানে noun হল doctor. আমরা জানি pronoun কোন noun এর পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে interrogative pronoun-ও কোন noun এর পরিবর্তে বসবে। কিন্তু এটি একটি বাড়তি কাজ করে। তা হল, এটি একটি প্রশ্ন সূচিত করে। প্রশ্নটি যদি এমন হয়।

Interrogative Pronouns

Is he the doctor we met? (তিনি কি সেই ডাক্তার যার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম?)।
তাহলে কিন্তু এতে interrogative pronoun ব্যবহৃত হল না। সেই doctor nounটি রয়েই গেল এবং প্রশ্নের মাধ্যমে তাকেই নিদিষ্ট করে বুঝানাে হল। কিন্তু interrogative pronoun “who”-এর একটি বড় বৈশিষ্ট্য হল এটি কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝায় না। আর এজন্যে interrogative pronoun ব্যবহার করলে উপরের বাক্যে “doctor” noun টি থাকবে।

যেমন: Who is he?

তাহলে, যে pronoun দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে interrogative pronoun বলে।

What are Interrogative Pronouns

Interrogative pronouns and the case

Interrogative pronoun হিসেবে সাধারণত who, which, what-এই তিনটি ব্যবহৃত হয়। এদের মধ্যে case ভেদে শুধু who এর রূপের পরিবর্তন হয়।

যেমন:
who (কে) whom (কাকে) whose (কার)
Examples: Who are you? (nominative)
Whom do you love? (objective)
Whose pen is this? (possessive)

Uses of who, which, what

(a) Who:

(i) Subject হিসেবে:
Singular number হিসেবে–Who is he?
Plural number হিসেবে-Who are they?

(ii) Object হিসেবে:
Singular হিসেবে: Who (whom) do you want?
Plural হিসেবে: Who (whom) are you looking for?

NOTE: আধুনিক ইংরেজিতে object হিসেবে whom এর পরিবর্তে who—প্রায়ই ব্যবহৃত হয়।

(b) Which:
Singular হিসেবে: Which of these pens do you want? (কোনটি)
Plural হিসেবে: Which of these books do you want? (কোন্ কোনটি)

NOTE. অনেকগুলাের মধ্য থেকে একটি বা একাধিক সংখ্যক বেছে নেয়া বুঝাতে which ব্যবহৃত হয়।

যেমন: Which of these pens do you want?
(= Which pen do you want? = কলমগুলাের মধ্যে কোন্‌টি তুমি চাও?)

(c) What:
(i) বস্তুর বেলায়:
Singular এ: What will you eat?
Plural-এ: What are the factors that should be considered? (কি কি বিষয় বিবেচনা করতে হবে?)

Interrogative Pronouns examples

(ii) পেশার ক্ষেত্রে:
What is he? (তিনি কি করেন? = তার পেশা কি?)
Who is he? (তার পরিচয় কি? বা তিনি কে?)
What is he? (তার পেশা কি?)
Which is he? (সে কোন্ জন?—অনেকের মধ্যে)

(iii) what ও which এর adjective হিসেবে ব্যবহার:
Which pen is yours? (adjective হিসেবে)
Which of these pens is yours? (pronoun হিসেবে)
What factors should be considered? (adjective হিসেবে)

(iv) Exclamation বা আবেগ প্রকাশের জন্য:
What! Has he failed? (কি বললে! সে ফেল করেছে?)
What a fool you are! (তুমি কী বোকা!)

Interrogative pronouns exercises

একটি নিয়ম ও নিয়মটি উদাহরণের মাধ্যমে দেখা যাক।
I am looking for him. (আমি তাকে খুঁজছি)। এখানে him এর পরিবর্তে whom বসালে বাক্যটি হবে। I am looking for whom? (আমি কাকে খুজঁছি?) কিন্তু এই styleটি কথােপকথনে ব্যবহৃত হয়। Grammar বলে যে বাক্যটিকে নিম্নরূপ হতে হবে—

Who (Whom) am I looking for? (আমি কাকে খুঁজছি?)

লক্ষ্য কর, Preposition এখন who/whom এর পরে ব্যবহৃত হয়েছে, আগে নয়। কিন্তু আগের বাক্যটিতে … মনে আছে? এভাবে—

(১) I have come from that city থেকে Which city have I come from?
(২) He went there for duty’s call. (সে কর্তব্যের ডাকে সেখানে গিয়েছিল।) থেকে পাই- What did he go there for? (সে কেন সেখানে গিয়েছিল?)
(৩) You are waiting for the train. থেকে পাই- What are you waiting for? (তুমি কেন অপেক্ষা করছ?)
(৪) He gave the pen to him. থেকে পাই— Who did he give the pen to? (সে কলমটি কাকে দিয়ে ছল?

কিন্তু Who-এর আগে to বসলে কিন্তু who পরিণত হত whom তে। যেমন :
To whom did he give the pen? কিন্তু অর্থ একই থাকত, শুধু গঠনরীতির (structure) রদবদল আরকি।

Exercise

1. Fill in the blanks.
(a) সে কে?… is he? (who/what)
(b) সে কি করে?. . is he? (who/what)
(c) েএটি কাকে দেবে? …. will you give it? (whom/what)
(d) েএটি কার কলম? … pen is this? (who/whom/whose)

2. Correct the following.
(a) কারা কারা এসছিলো? = Who and who came?
(b) কে এসেছিলো? = Who did came?
(e) Which pen is yours?-এখানে which হলো একটি pronoun.
(d) Which of these pens is yours? এখানে which হলো একটি adjective.
(e) What! You lie? (কি! তুমি মিথ্যা বললে?) এখানে what দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে

3. Correct the following.
(a) Who to are you calling? (তুমি কাকে ডাকছো?)
(b) What for is he looking? (সে কি খুজঁছে?)
(c) Which chair on will you sit? (তুমি কোন চেয়ারে বসবে?)

Ans. 1. (a) Who (b) What (c) Whom/Who (d) Whose 2. (a) Who (b) Who came? (c) Adjective (d) Pronoun (e)
exclamation (বিস্ময়) 3. (a) Who are you calling to? (b) What is he looking for? (c) Which chair will you sit on?

FAQ:

Question: What are the five interrogative pronouns?
Answer: We use interrogative pronouns to ask questions. They are: who, which, whom, what, and whose.

Question: What are 10 examples of interrogative?
Answer: Here is the example.

  • Why are so scared of me?
  • Who fixed the computer?
  • Whose pants are these?
  • How far is it between the school and the house?
  • Whom did you see yesterday?
  • Whose book did you bring me?
  • What kind of music do you want to dance to?
  • How many topics do you have to study?
  • What kind of music do you like?
  • Did you take your vitamin this morning?

Question: What is called interrogative pronoun?
Answer: An interrogative pronoun is a pronoun which is used to make asking questions easy. The five interrogative pronouns are what, which, who, whom, and whose.

Conclusion

That is all about Interrogative Pronouns. Just there is a different example. Just see it in the last line.
What not-এর ব্যবহার: What not এর মানে “আরো কত কি”। যেমন:
Noun বোঝাতে: They have a cow, a dog, a goat, two cats, four sheep, and what not.
Verb বোঝাতে: The children played, danced, laughed, swam, jumped, and what not.

Tags: , ,
avatar

Team MeaningKosh

View all posts

Top