meaningkosh

Functions of the Noun (NOUN-এর কাজ)

By Team MeaningKosh

Functions of the Noun – (NOUN-এর কাজ) কোন sentence-এ noun ব্যবহৃত হতে পারে
(a) verb এর subject হিসেবে।
(b) transitive verb এর object হিসেবে।
(c) linking verb বা incomplete verb এর complement হিসেবে।
(d) preposition এর object হিসেবে।
(e) case বা noun in apposition হিসেবে।

Examples :
(a) Rahim is a good boy. This book reads well. (subject).
(b) I eat a banana. He sees a cloud. (object)
(c) We elected him captain. (complement).
(d) The cat is fond of milk. I look for water. (preposition এর object)
(e) Is Mr. Kalam, teacher of B. L. J. High school, a qualified man? (noun in apposition)

Functions of the Noun (NOUN-এর কাজ)

Explanation (ব্যাখ্যা)
(a)—চিহ্নিত বাক্যে Rahim এবং book হল যথাক্রমে is এবং reads verb এর subject.
(b)—চিহ্নিত বাক্যে banana এবং cloud হল যথাক্রমে eat এবং see verb এর object.
(c)—-চিহ্নিত বাক্যের verb হল elect বা নির্বাচিত করা।

যদি বলা হয় আমরা তাকে নির্বাচিত করলাম (We elected him), তাহলে কোন অর্থ স্পষ্ট হয় না। তাহলে subject, verb, ও object থাকা সত্ত্বেও বাক্যটির অর্থ পরিপূর্ণ হল না, এজন্য elect-verb টিকে বলে incomplete verb.

এই verb এর অর্থ পুরােপুরি প্রকাশ করতে গেলে আরেকটি অত্যাবশ্যক শব্দ captain দরকার। এখন বােঝা গেল তাকে আমরা কোন পদে নির্বাচিত করেছিলাম। এইজন্য captainকে এই sentence-এ complement বা “পরিপূরক” বলে। এই wordটি elect-verbটির অসম্পূর্ণ অর্থের শূন্যস্থান পূরণ করে বলেই এর এরূপ নাম।

Tags: ,
avatar

Team MeaningKosh

View all posts

Top