meaningkosh

Translation Bengali to English: Articles before Common Nouns

By Team MeaningKosh

Articles before Common Nouns এই অধ্যায়ের translation গুলাে পড়ার আগে এই বইয়ের grammar অংশের Articles অধ্যায়টি পড়ে নিতে হবে। Article সম্বন্ধে যেখানে যেসব নিয়ম শিখেছিলে এখানে বাক্যে তার প্রয়ােগ দেখান হবে। সুতরাং ঐ অধ্যায়টি তােমাকে অবশ্যই পড়ে আসতে হবে। তাছাড়া তােমাদের বুঝার সুবিধার্থে এখানে article-এর ব্যবহার সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করা হয়েছে।

Translation Bengali to English

নিয়ম: বাক্যে কোন common noun থাকলে এবং তাকে যদি নির্দিষ্ট করে না বােঝায়। তাহলে তার আগে indefinite article ‘a’ বা ‘an’ বসে। Noun টির প্রথম অক্ষর vowel হলে তার আগে an এবং consonant হলে তার আগে a বসে। (অবশ্য এ নিয়মের ব্যতিক্রম আছে।)

সে আমাকে একটি কলা দিয়েছিল = He gave me a banana.
আমি তাকে একটি বই দিব = I shall give him a book.
তিনি ডাক্তার = He is a doctor.
এই একটি পিপড়া = This is an ant.
আমাদের বাড়ির সামনে একটি পুকুর আছে = There is a pond in front of our house.

Translation Bengali to English: Articles before Common Nouns

NOTE: বাংলা এক’ ‘একটি উল্লেখ না থাকলেও যদি এক’-এর ধারণা বাক্যের অর্থ থেকে। উঠে আসে তাহলে ইংরেজিতে noun এর আগে a বা an বসবে।

যেমন:
তিনি এম. এ. পাশ লােক= He is an M.A.
আমার পড়ার কক্ষ আছে= I have a reading room.
তিনি ভাল লােক= He is a good man.
আমার মামা বিজ্ঞ ব্যক্তি= My uncle is a wise man.
আমি কখনও উটপাখি দেখি নাই= I have never seen an Ostrich.
সে সাহসী লােক= He is a bold man.

Articles before Common Nouns

নিয়ম: সচরাচর noun এর প্রথম অক্ষর vowel (a, e, i, ০, u) হলে তার আগে an বসে। কিন্তু noun এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ew (ইউ)-এর মত হয়। তাহলে ঐ noun এর আগে a বসবে।

যেমন:

সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র= He is a university (ইউনিভার্সিটি) student.
সে একজন ইউরােপবাসী =He is a Uropian.
আমরা পথে একটি মাদী ভেড়া দেখেছিলাম= We saw a ewe in the street.
এ হল আকাশ কুসুম কল্পনা= This is a utoplan scheme.
গরু উপকারী জন্তু= The cow is a useful anirnal.
এটি একটি সুবর্ণ সুযোগ= It Is a unique opportunity.

নিয়ম: Noun এর আগে consonant থাকলে তার আগে সাধারণত a বসে। কিন্তু noun এর আগে h থাকলে এবং তারপরে যদি vowel থাকে এবং ঐ hউচ্চারিত না হয়ে পরবর্তী। vowel উচ্চারিত হয় তাহলে ঐ noun এর আগে an বসে।

যেমনঃ
রাজা একজন উত্তরাধিকারী রেখে গেলেন = The king left an heir.
আমরা একঘন্টা ধরে বসে আছি = We have been sitting for an hour.
তার চাচা একজন সৎলােক= His uncle is an honest man.

Tags: ,
avatar

Team MeaningKosh

View all posts

Top