meaningkosh

Common Noun কাকে বলে? সংজ্ঞাসহ উদাহরণ

By Team MeaningKosh

Common Noun Definition: A common noun is one which is common to each member of a class of persons or things. (যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।)

এখানে “common” বা “সাধারণ” শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

Example: Rahim বললে শুধু ঐ নামের একজন বিশেষ ব্যক্তিকে বুঝায় কিন্তু boy বললে কোন বিশেষ বালককে বুঝায় না। boy কথাটি সমুদয় বালকদেরকে সাধারণভাবে বুঝায়। এভাবে student (ছাত্র) বললে যাবতীয় ছাত্রদের সাধারণ নাম ধরেই ডাকা হয়। আবার, মনে কর তুমি বললে
“আমি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, পশুর, শিবশা, আড়িয়াল খা—এ সবগুলাে দেখেছি”

Common Noun কাকে বলে? সংজ্ঞাসহ উদাহরণ

Common Noun কাকে বলে? সংজ্ঞাসহ উদাহরণ

তারপর বাক্যটিকে আরও সংক্ষেপে বলতে চাইলে। কারণ তুমি সবগুলাে object এর নাম বলে শেষ করতে পারবে না, যেহেতু তুমি অনেক দেখেছ। তুমি অবশেষে উপরের প্রতিটির জন্য একটি সাধারণ নাম বের করলে। তা হল river বা নদী। কারণ, নাম যাই হােক না কেন, প্রত্যেকটি নদী (river) ছাড়া আর কিছু নয়। তাহলে সংক্ষেপে তুমি বলতে পার—

আমি অনেক নদী দেখেছি। I have seen many rivers.

এখানে river হল common noun. নিচে কতকগুলাে proper noun এবং তাদের সংশ্লিষ্ট common noun এর উদাহরণ দেওয়া হল

Proper Noun Common Naun
rose (গােলাপ) flower (ফুল)
Rabindranath poet (কবি)
Rehana girl
Earth (পৃথিবী)
Mars (মঙ্গল)
Neptune (নেপচুন)
Planet (গ্রহ)
lungi (লুঙ্গি)
shari (শাড়ি)
shirt (জামা)
dress (পােশাক)

Do you want more Grammar tutorial

    Intersting Point: Common noun যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে। যেমন river দ্বারা সব নদী বুঝালেও ‘river’ শব্দটি দ্বারা অনেকগুলাে বা সব নদীকে নির্দেশ নাও করা হতে পারে যেমন:

    The Pashur is a river. এখানে river বলতে একটিমাত্র নদীকেই বুঝাচ্ছে। river যখন বলি তখন শুধু পশুর কেন, যেকোন নদীকেই বুঝতে পারি। কারণ river বা নদী হল এক জাতীয় জিনিসের সাধারণ নাম, তথাপি উপরের বাক্যে একটি মাত্র নদী Pashur কেই বুঝনাে হয়েছে।

    এইখানেই collectivCommon Noune noun এর সাথে common noun এর পার্থক্য যা আমরা পরে দেখব।

    Tags: ,
    avatar

    Team MeaningKosh

    View all posts

    Top