meaningkosh

Collective Noun কাকে বলে? সংজ্ঞাসহ উদাহরণ

By Team MeaningKosh

Collective Noun Definition: A collective noun is the name of a group or collection of persons or things of the same kind thought of as one undivided whole. (যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে।)

Collective Noun কাকে বলে? সংজ্ঞাসহ উদাহরণ

সংজ্ঞার “undivided whole” বা “অবিভক্ত সমষ্টি” কথাটি গুরুত্বপূর্ণ। এই কথাটির মধ্যেই common noun এবং collective noun এর মধ্যকার পার্থক্য নিহিত। নিচের example এর মাধ্যমে ব্যাপারটি স্পষ্ট করে বুঝানাে হল।

Example: River বলতে কোন নির্দিষ্ট নদীকে বুঝায় না, যে কোন নদীকে বুঝাতে পারে। তাই বলে আবার সব নদীকে একসাথে বুঝায় না। অপরপক্ষে, class বা শ্ৰেণী বলতে একটি বিশেষ শ্রেণীর (যেমন class IX বা X) সকল ছাত্র/ছাত্রীদেরকে একসাথে বুঝায়। তাদের যে কোন একজনকে বুঝায় না। এরূপে army বলতে দেশের সকল সৈন্যের সমন্বয়ে গঠিত বাহিনীকে বুঝায়, যেকোন একজন বা এক unit কে বুঝায় না।

Collective Noun কাকে বলে? সংজ্ঞাসহ উদাহরণ

এবার আরও কয়েকটি collective noun এর উদাহরণঃ flock (ঝাক), band (দল), cavalry (অশ্বারােহী সৈন্যদল,) herd (পাল), jury (বিচার সভা, বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ), crowd (জনতা), gang (দল), team (দল), party (দল), infantry (পদাতিক সৈন্যদল), fleet (রণতরী শ্রেণী), navy (নৌ সেনাদল), audience (শ্রোতৃবর্গ), committee (সভাসদবর্গ), group (দল) ইত্যাদি।

Do you want more Grammar tutorial

    RULE-1 (নিয়ম—১)ঃ Collective noun যদি কোন sentence এর subject রূপে ব্যবহৃত হয় তাহলে ঐ subject এর verbটি হয় singular; অর্থাৎ, verbটির সাথে s/es যুক্ত হয়। যেমন

    এক ঝাঁক পাখি উড়ছেঃ A flock of birds is flying. (এখানে are ব্যবহৃত না হয়ে is ব্যবহৃত হয়েছে।)
    একদল ডাকাত এখানে এসছে – A band (gang) of robbers has come here. একদল খেলােয়াড় যায় ও A team of players goes. ইত্যাদি।

    RULE-2 (নিয়ম—২) ঃ Collective noun যদি কখনও সমষ্টিকে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি বস্তু বা ব্যক্তিকে বুঝায় তাহলে তখন তাকে বলে noun of multitude. এরূপ noun এর ক্ষেত্রে plural verb ব্যবহৃত হয়। (অর্থাৎ is, was ব্যবহৃত না হয়ে are, were ব্যবহৃত হয় এবং verb এর শেষে s/es যুক্ত হয় না। have ব্যবহৃত না হয়ে has ব্যবহৃত হয় ইত্যাদি। যেমন-

    শ্ৰেণীটি দুইভাগে ভাগ হয়ে গিয়েছে The class (is নয়) are divided into two divisions (এক্ষেত্রে একটি class দুইটি ভাগে পরিণত হয়েছে, ফলে verb এর plural number হবে।)

    Collective noun এর উদাহরণ

    EXERCISE
    A. Say which sentence is correct and which one is incorrect.

    (1) The jury are of the same opinion.
    (2) A flock of birds are flying.
    (3) A crowd of people is making a noise.
    (4) The class have sixty students.
    (5) A cavalry was sent.

    Ans. (1) Inc. (2) Inc. (3) Cor. (4) Inc. (5) Cor.

    B. Say which sentence is correct and which one is incorrect.

    (1) The jury was divided in their opinion.
    (2) The audience was divided into various groups.
    (3) A team of players came but afterwards they played against each other.

    Ans. (1) Inc. (2) Inc. (3) Cor.

    Tags: ,
    avatar

    Team MeaningKosh

    View all posts

    Top