What is Article? (Article কী?) Article কাকে বলে? কত প্রকার ও কি কি? Definition of Article. Here we have explained the definition of an Article, types of articles, and uses rules.
Article কাকে বলে
নিচের বাক্যগুলো পড়
Give me a book. (আমাকে একটি বই দাও)
Give me the book. (আমাকে বইটি দাও)
Give me an apple (আমাকে একটি আপেল দাও)
উপরের বাক্যগুলোতে a, an, the এই তিনটি word যথাক্রমে book, apple, ও book এই noun তিনটির সীমা সংকুচিত করে দিচ্ছে; অর্থাৎ book এবং apple এর ক্ষেত্রে সংখ্যা বলে দিচ্ছে (a, an—একটি) এবং শেষোক্ত book এর ক্ষেত্র নির্দিষ্ট করে দিচ্ছে।
এই দৃষ্টিকোণ থেকে দেখলে a, an, ও the হল adjective, কিন্তু এই word ৩টির ব্যবহার এত ব্যাপক যে এরা আলাদা নামের অপেক্ষা রাখে। এদেরকে বলা হয় article (পদাশ্রিত নির্দেশক).
এদের অর্থ নিম্নরূপ:
a = একটি; an = একটি; the = টি, টা, খানা, খানি, (যেমন: বইটি, শাড়িখানা)
Origin of a, an & the
(a, an, ও the-এর উৎপত্তি)
one →ana→a
that→the
উপরের সংকেত থেকে স্পষ্ট বোঝা যায় যে one সংক্ষিপ্ত হয়ে an হয়েছে এবং an আরো সংক্ষিপ্ত হয়ে হয়েছে a. আবার that সংক্ষিপ্ত হয়ে হয়েছে the.
Kinds of Articles
Article-এর প্রকারভেদ- Article দুই প্রকার
1. Indefinite article: a, an
2. Definite article: the
Indefinite article
Indefinite article: a এবং an এগুলো noun এর আগে ব’সে তাকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে; নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না। এজন্য এদেরকে বলে indefinite article বা অনির্দিষ্টতাজ্ঞাপক পদাশ্রিত নির্দেশক।
Exampale
I saw a boy. (আমি একজন বালককে দেখেছিলাম।)
He gave me an apple. (তিনি আমাকে একটি আপেল দিয়েছিলেন।)
এখানে আমি কোন্ বালকটিকে দেখেছিলাম তা বিশেষভাবে বলা হয়নি। একজন বালককে দেখেছিলাম এই মাত্র বলা হয়েছে। এইভাবে an দ্বারাও কোন আপেলটি সে আমাকে দিয়েছিল তা স্পষ্ট করে এবং চিহ্নিত করে বলা হয়নি। একটি আপেল (an apple) বললে নির্দিষ্ট করে কিছুই বুঝানো হয় না। এক্ষেত্রে a ও an হল indefinite article.
Definite article
নিচের বাক্যগুলো পড়–
I saw an apple in his hand and I went to him running.
Then he gave me the apple.
আমি তার হাতে একটি আপেল দেখলাম এবং তার কাছে দৌড়ে গেলাম। তখন সে আমাকে আপেল টি দিল।)
একটি চমৎকার জিনিস লক্ষ্য করেছ। এখানে প্রথম বাক্যে an apple বলা হচ্ছে। কারণ ঐ আপেলটি সম্বন্ধে আমি আর কিছুই জানি না, এটা আমি যখন তার হাতে প্রথম দেখলাম তখন তা আমার কাছে নির্দিষ্ট নয়। কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে the apple. তার কারণ এখন apple টি আগে থেকে চিহ্নিত। একটু আগে যাকে আমি একটি আপেল” বলেছি তাই-ই এখন “আপেলটি” (the apple)-তে পরিণত হয়েছে। আমি যেকোন একটি আপেল পাইনি, পেয়েছি “যে আপেলটি তার হাতে দেখেছিলাম সেই আপেলটি। এই “নির্দিষ্টতা” বুঝায় বলে the-কে বলে definite article বা নির্দিষ্টতাজ্ঞাপক article.
Read more from Grammar
Where articles are usually used
Article সচরাচর কোথায় বসে। Article বসে noun এর আগে । নিচের বাক্যগুলো পড়
Inc. I have cat
Cor. I have a cat.
Inc. The iron is very useful.
Cor. Iron is very useful.
Inc. The Karim is my brother.
Cor. Karim is my brother.
Inc. The honesty is the best policy.
Cor. Honesty is the best policy.
উপরের বাক্যগুলোতে যেসব noun ছিল সেগুলো হল?
Cat- common noun
Iron- material noun
Karim –proper noun
honesty-abstract noun
Conclusion
কিন্তু correction-এর পর শুধু commorn noun টির (cat) আগে একটি article রইল। আর অন্যান্য noun-গুলোর আগে কোন article রইল না। সুতরাং জ্ঞানপিপাসু ছাত্রদের এটা জেনে খুবই ভাল লাগবে যে এই সাধারণ জিনিস, যা অনেকেরই চোখ এড়িয়ে যায়, তাদের এখন জানা হয়ে গেল। কি জানা হয়ে গেল? এই যে, সাধারণত common noun ছাড়া অন্য কোন noun-এর আগে article বসে না। এতো গেল “সাধারণত”-এর কথা, এর পর। আমরা “বিশেষ ক্ষেত্রগুলোও দেখব যেখানে article অবশ্যই ব্যবহার করতে হয়।