meaningkosh

The Use of ‘be’ ‘have to’ as an Auxiliary Verb

By Team MeaningKosh

The Use of ‘be’ as an Auxiliary Verb. এতক্ষণ তোমরা be-এর principal verb হিসেবে ব্যবহার দেখেছ। এখন দেখবে এর বিভিন্ন রূপের auxiliary verb হিসেবে ব্যবহার। তার আগে জানা দরকার auxiliary verb কি? The Use of ‘be’ ‘have to’ as an Auxiliary Verb. Also use of “Do, Does” as Auxiliary verbs and main verb. It is also called the helping verb.

Use of ‘be’ as an Auxiliary Verb

নিচের বাক্য দুটি পড়-
I am a boy.
I am eating rice.

প্রথম বাক্যটিতে am হল principal verb. কারণ, এতে am ছাড়া অন্য কোন verb নেই; am-ই স্বয়ং সম্পূর্ণ। কিন্তু দ্বিতীয় বাক্যটিতে am-auxiliary verb, principal verb নয়। বলত কেন? প্রথমে তোমাদেরকে এই কারণটি জানতে হবে। Learn vocabulary this meaning in Bengali.

Auxiliary—শব্দটির অর্থ হল সাহায্যকারী’। সুতরাং am-কে auxiliary verb তখন বলা হবে যখন তা অন্য কোন verb-কে সাহায্য করবে। প্রথম বাক্যে am—অন্য কোন verb কে সাহায্য করছে না, নিজেই বাক্যের প্রধান ক্রিয়া। এজন্য এটা auxiliary verb নয়। কিন্তু দ্বিতীয় বাক্যে am ছাড়া আরও একটি, verb আছে eat, মানে খাওয়া। am—এই verb টির আগে বসে একে continuous (এখানে present continuous tense গঠন করতে সাহায্য করেছে। কিন্তু বাক্যের মূল অর্থে eat-এরই অবদান। এজন্যে দ্বিতীয় বাক্যটিতে am হল auxiliary verb.

তাহলে আমরা বলতে পারি যে be-verb-কে তখনই auxiliary verb বলা হবে যখন তা বাক্যের অন্য কোন verb (principal verb) কে কোন continuous (present, past, future) tense গঠন করতে সাহায্য করে।

এবার তাহলে এ দুই প্রকারের ব্যবহার দেখা যাক।

Continuous Tense গঠন করতে Auxiliary verb হিসেবে

Present Continuous Tense

Present continuous tense-এর গঠন হল নিম্নরূপঃ

NP = Subj. + Am/Is/Are + V(ing) +extension

এখানে extension বলতে বুঝাচ্ছে V+ingএর পরে যা কিছু বসবে এর সবটুকুকে।

Example:
I am eating rice. (আমি ভাত খাচ্ছি)
They are playing football. (তারা ফুটবল খেলছে।)
She is making tea. (সে চা তৈরি করছে।)
They are laughing. (তারা হাসছে।)
You are drawing a picture. (তুমি একটি ছবি আঁকছ ৷)
Biva is weeping. (বিভা কাঁদছে।) ইত্যাদি।

Past Continuous Tense

এই Tense -টির গঠন নিম্নরূপঃ
NP = subj.  + Was/Were + V (ing) + extension

এখানে V(ing)-এর পরের বাক্যে যাকিছু থাকবে তার সবটুকুকেই extension বলা হয়েছে।

Example:
He was eating rice. (সে ভাত খাচ্ছিল।)
We were talking. (আমরা কথা বলছিলাম।)
Mother was cooking rice. (মা ভাত রান্না করছিলেন।)
Rahim and Karim were playing. (রহিম এবং করিম খেলা করছিল।)
She was dancing. (সে নাচছিল।)।
Badal was singing a song. (বাদল একটি গান গাচ্ছিল।) ইত্যাদি।

Future Continuous tense

এই tense-টির গঠন নিম্নরূপঃ
NP = (subj.) + Shall be/Will be + V (ing) + extension

Example:
I shall be reading a book. (আমি একটি বই পড়তে থাকব।)।
They will be playing. (তারা খেলতে থাকবে।)।
We will be fishing in the river. (আমরা নদীতে মাছ ধরতে থাকব।)
Mina will be watering the garden. (মিনা বাগানে পানি দিতে থাকবে।) ইত্যাদি।

তাহলে এতক্ষণ তোমরা বিভিন্ন continuous tense গঠন করার জন্য কিভাবে be-verb ব্যবহৃত হয় তা দেখলে। এবার দেখবে passive voice গঠন করার জন্য কিভাবে be-verb ব্যবহৃত হয়।

Use of 'be' 'have to' as an Auxiliary Verb

Passive voice গঠন করতে Be-এর ব্যবহার

Present Indefinite Tense :

Active: I eat rice.
Passive: Rice is eaten by me.
Active: He reads a book.
Passive: A book is read by him.
Active: She eats bananas.
Passive: Bananas are eaten by her.

Present Continuous Tense

Active: I am making a doll (পুতুল)
Passive: A doll is being made by me.
Active: They are making dolls.
Passive: Dolls are being made by them.
Active: You are looking at me.
Passive: I am being looked at by you.

তাহলে দেখা গেল present continuous tense-এর passive-এ be-Verb এর রূপ হয়—
Am/Is/Are being

Present Perfect Tense

এই tense-এর passive- be-verbএর রুপ হয় been
Example
Active: I have eaten rice.
Passive: Rice has been eaten by me.
Active: He has done this.
Passive: This has been done by him.
Active: Rima has cooked rice.
Passive: Rice has been cooked by Rima.

Past Indefinite Tense

এই tense-এর passive-এ be-verb এর রুপ হয়ঃ
Was/were

Example:
Active: I ate a mango.
Passive: A mango was eaten by me.
Active: They dug (খনন করেছিল) the pond.
Passive: The pond was dug by them.
Active: You killed the birds.
Passive: The birds were killed by you.

Past Continuous Tense

এই tense-এর passive-এ be-verb এর গঠন নিম্নরূপ–
was/were being

Example
Active: She was cooking rice.
Passive: Rice was being cooked by her.

Active: I was calling them.
Passive: They were being called by me.
Active: We were buying some books.
Passive: Some books were being bought by us.

Past Perfect Tense

এই tenseএর passive-এ be-verb এ রুপ হয় — been
তার আগে ওই tense-এর had

Example
Active: We buried the cow after we had taken the skin.
Passive: The cow was buried after the skin had been taken by us.
Active: He had done it.
Passive: It had been done by him.

Future Indefinite Tense

এই tense-এর passive-be-verb এ রুপ হয় –
will be/ shall be

Example
Active: She will cook rice.
Passive: Rice will be cooked by her.
Active: I shall see him.
Passive: He will be seen by me.
Active: He will help me.
Passive: I shall be helped by him.

Future Continuous Tense

এই tense-এর passive-এ be-verb এ রুপ হয়–
shall be being/ will be being

Example:
Active: She will be cooking rice. (সে ভাত রাঁধতে থাকবে)
Passive: Rice will be being cooked by her.
Active: She will be helping me. (সে আমাকে সাহায্য করতে থাকবে)
Passive: I shall be being helped by her.
Active: Kamal will be reading a book.(কামাল একটি বই পড়তে থাকবে )
Passive: A book will be being read by Kamal.

লক্ষ্য করঃ
Stay here, Ram. (রাম, এখানে অপেক্ষা কর।)
বাক্যটি থেকে বুঝা যায় যে বক্তা নিজেই রামকে অপেক্ষা করতে আদেশ করছে। কিন্তু You are to stay here, Ram. (তোমার এখানে অপেক্ষা করার কথা, রাম।)

বাক্যটি থেকে বুঝা যায় যে বক্তা নিজে রামকে আদেশ না-ও করতে পারে; হয়ত সে রামের। প্রতি অন্য কারও আদেশ রামকে জানিয়ে দিচ্ছে মাত্র।

কোন পরিকল্পনা জানাতে be+toব্যবহৃত হয়ঃ
The president is to deliver a speech tomorrow.
(আগামীকাল প্রেসিডেন্ট এক বক্তৃতা দেয়ার পরিকল্পনা নিয়েছেন।)

এবার be এর perfect infinitive-এর ব্যবহার লক্ষ্য করঃ
Was/ Ware – To—-have-verb (past participle)

Example:
He was to have done it. (তার একাজ করার কথা ছিল। কিন্তু সে করেনি।)
You were to have made it. (তোমার এটি বানাবার কথা ছিল কিন্তু তুমি বানাওনি।)
We were to have helped him. (আমাদের তাকে সাহায্য করবার কথা ছিলঃ কিন্তু আমরা করি নি।)

এবার নিচের বাক্যগুলোতে উপরের style-গুলোর প্রয়োগ দেখ।

He was to have done the work but he was ill and so his brother did it. (তার কাজটি করার কথা ছিল কিন্তু সে অসুস্থ ছিল বলে তার ভাই তা করেছিল।)
You were to have made the doll but the child did not want it anymore and you didn’t have to make it. (তোমার পুতুলটি বানিয়ে রাখার কথা ছিল কিন্তু শিশুটি তা আর চায়নি বলে তোমাকে তা বানাতে হয়নি।

We were to have helped him but his brother was there and we returned home. (আমাদের কথাছিল তাকে সাহায্য করার কিন্তু তার ভাই সেখানে ছিল বলে। আমরা বাড়ি ফিরে এলাম।)
ভাগ্য বা অবশ্যম্ভাবী (যা অবশ্যই ঘটবে) কোন কাজ বুঝতে was/ were + to + v ব্যবহৃত হয়ঃ
He did not study hard and so he was to fail. (সে কঠোর পড়াশুনা করেনি এবং এজন্য তার ভাগ্যে ‘ফেল ছিলঃসে করেছেও তাই।)
We did not know the path in the jungle and so we were to get lost. (আমরা জঙ্গলের পথ চিনতাম না, আর তাই আমাদের হারিয়ে যাবার কথাই ছিলঃআমরা প্রকৃত পক্ষে হারিয়েই গিয়েছিলাম।)

be about to + V দ্বারা নিকট ভবিষ্যত বুঝান হয়। তখন বাক্যের verb গঠিত হয় এভাবেঃ
am/is/are -about–to-be-verb
was/were- about-to-be–verb

He is about to die. (সে প্রায় মরতে চলেছে।)
You were about to be in a danger. (তুমি প্রায় বিপদে পড়েছিলে।)
The school is about to break up. (স্কুল ছুটি হবে হবে ভাব।)
They are about to leave the town (তারা অল্প সময়ের মধ্যে শহর ত্যাগ করবে।)
The lion was about to kill the rat but the rat begged pardon of him. (সিংহটি ইদুরটিকে প্রায় মেরে ফেলবে এমন সময় ইদুরটি তার কাছে ক্ষমা চাইল।)

be on the point of + Noun-এভাবে ব্যবহার করলে তা আরও নিকটতর ভবিষ্যতকে বুঝায়:
He is on the point of death. (সে মরল বলে।—আর দেরি নেই।)।
You are on the point of ruin(তোমার ধ্বংস এল এল ভাবঃ আর বাকি নেই।)।

এবার কয়েকটি সংক্ষিপ্ত রূপ দেখ।
I would not have = I wouldn’t have
I should not have – I shouldn’t have
they would not have = they wouldn’t have.

The use of “have to”

“did not have to”
“need not have”
“had to”
কোন কাজ করার বাধ্যতা বুঝাতে have to ব্যবহৃত হয়। এটি নিকটস্থ ভবিষ্যত নির্দেশ করে। ব্যবহৃত হয় এভাবেঃ

NP = subj. Have/has to—verb

Example
I have to do it = আমাকে এ কাজ করতে হবে।
You have to go there = তোমাকে সেখানে যেতে হবে।
She has to cook rice = তাকে ভাত রাঁধতে হবে।
He has to buy it= তাকে এটা কিনতে হবে।
We have to sell it = আমাদেরকে এটা বেঁচতে হবে।
Rima has to suffer = রীমাকে ভুগতে হবে =রীমাকে কষ্ট পেতে হবে।

এবার কতগুলো অধিকতর বড় বাক্য দেখঃ
If you want to remain healthy you have to eat a balanced diet তুমিযদি সুস্থ থাকতে চাও তাহলে তোমাকে সুষম খাদ্য খেতে হবে।)
If you want to prosper in life you have to work hard. (তুমি যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে।)
l need to attend the first class, so I have to start early. (আমার প্রথম ক্লাশে উপস্থিত থাকার দরকার, তাই আমাকে সকাল সকাল যাত্রা শুরু করতে হবে।)
You have to earn money in order to live. (বেঁচে থাকার জন্য তোমাকে টাকা রোজগার করতে হবে।

have to এর negative হলঃ
do/does not—– have to

Example:
He does not have to go there. (তার সেখানে যাওয়ার দরকার নেই = তাকে সেখানে যেতে হবে না।)

We do not have to do it. (আমাদেরকে একাজ করতে হবে না। = আমাদের একাজ করার দরকার নেই।)
You do not have to buy it. (তোমাকে এখন কিনতে হবে না = তোমার এটা কেনার দরকার নেই।)
Biva does not have to cook rice today. (বিভাকে আজ ভাত রান্না করতে হবে না=বিভাকে আজ ভাত রান্না করার দরকার নেই।)
An active van does not have to steal. (কর্মী ব্যক্তির চুরি করার দরকার হয় না =কর্মী ব্যক্তিকে চুরি করতে হয় না।)

Read English Grammar

    Excersize

    1. নিচের structure টি থেকে কমপক্ষে 10 টি বাক্য গঠন করে। তাদের বাংলা অর্থ লেখ।
      You do it
      Have read the book
      I to go there
      We has eat rice
      He love a good man

    2. 1-এর জন্য যে বাক্যগুলো গঠন করেছ তাদেরকে নিচের structure অনুসারে negative কর এবং বাংলা অর্থ লেখ।
    do/does —not – have to

    Ans. এই exercise এর আগের আলোচনা দেখ। এত সহজ যে নিজেই পারবে।
    had to-এর ব্যবহারঃ
    have to এর past tense হল had to. নিচের উদাহরণগুলো পড়।
    I had to go = আমাকে যেতে হয়েছিল ।
    We had to do it = আমাদেরকে এ কাজ করতে হয়েছিল।
    You had to suffer = তোমাকে ভুগতে হয়েছিল।
    He had to leave the village = তাকে গ্রাম ছাড়তে হয়েছিল।
    She had to cook rice = তাকে ভাত রাঁধতে হয়েছিল।

    এবার নিচের উদাহরণগুলো পড়ঃ
    Yesterday her mother was not at home, so she had to cook rice for the family. (গতকাল তার মা বাড়িতে ছিল না, তাই তাকে পরিবারের জন্য রাঁধতে হয়েছিল।)
    You made a mistake, so you had to suffer. (তুমি ভুল করেছিলে, তাই তোমাকে ভুগতে হয়েছিল।)
    He had to leave the village forever because somebody plotted against him. (তাকে চিরদিনের মত গ্রাম ত্যাগ করতে হয়েছিল, কারণ কেউ তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল।)

    did not have to-এর ব্যবহারঃ
    had to এর negative রূপ হল did not have to. সুতরাং এটি past tense: কে নির্দেশ করে। এবার নিচের উদাহরণগুলো পড়।
    I did not have to go = আমার যেতে হয়নি। = আমার যাওয়ার দরকার হয়নি (এবং আমি যাইনি।)
    He did not have to suffer = তাকে কষ্ট পেতে হয়নি (এবং সে কষ্ট পায়নি।)
    You did not have to water the garden = (তোমাকে বাগানে পানি দিতে হয়নি। তুমি দাওনি।)

    লক্ষ্য কর, did not have to + V দ্বারা এমন কাজ বুঝায় যা কর্তাকে করতে হয়নি, কিন্তু করার কথা ছিল; অন্য কোন সুবিধা প্রাপ্তির কারণে সে রেহাই পেয়েছে। এই কথাগুলো মনে রেখে নিচের বাক্যগুলো পড়ঃ
    I did not have to water the garden, because my brother did it. (আমাকে বাগানে পানি দিতে হয়নি কারণ আমার ভাই কাজটি করেছিল।

    বাক্যটি থেকে বোঝা যায় যে কর্তা সচরাচর বাগানে পানি দিয়ে থাকে, এবং এটা তারই কর্তব্য; কিন্তু তার ভাই কাজটি করে দেয়াতে তাকে তা আর করতে হয়নি।)।
    Shila did not have to cook rice yesterday, because her mother returned home from the hospital. (শীলাকে গতকাল ভাত রাঁধতে হয়নি, কারণ তার মা। হাসপাতাল থেকে ফিরে এসেছিলেন।)
    We did not have to walk all the way, because we got a rickshaw on the way. (আমাদেরকে সারা পথ হাঁটতে হয়নি, কারণ পথের মাঝে আমরা একটি রিক্সা পেয়ে গিয়েছিলাম । লক্ষ্য কর, রিক্সা না পেলে কিন্তু তাদেরকে হাঁটতে হত।)

    need not have + Verb (past participle):

    এই ব্যবহারটি পড়ার সময় did not have to এর ব্যবহারের সাথে এর পার্থক্য অবশ্যই বুঝে নিতে হবে। এটা একটা অত্যন্ত শক্তিশালী ভাব প্রকাশের মাধ্যম। কিন্তু ঠিকমত বুঝতে না পারলে একে বাক্যে প্রয়োগ করা সম্ভব হবে না; কিংবা প্রয়োগ করলেও ভুল অর্থ হওয়ার সম্ভাবনা থাকবে।

    এবার নিচের উদাহরণগুলো পড়ঃ
    I need not have gone=আমার যাওয়ার দরকার ছিল না।
    = আমার না গেলেও চলত।
    We need not have done= আমাদেরকে করতে হত না।
    = আমাদের করার দরকার ছিল না।
    He need not have watered the = (তার বাগানে পানি না দিলেও চলত
    = তার gardenবাগানে পানি দেয়ার দরকার ছিল না।)

    Tags: , ,
    avatar

    Team MeaningKosh

    View all posts

    Top