এই অধ্যায়ে কতকগুলো auxiliary, defective, modal, এবং semi-modal verb সম্বন্ধে আলোচনা করা হবে। অধ্যায়ের প্রথমেই জানবে auxiliary verb কাকে বলে। Verb অধ্যায়ে defective verb কাকে বলে তা আলোচনা করা হয়েছে।
Auxiliary Verb কাকে বলে?
এখানে প্রথমে modal এবং seml-modal verb এর কতকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকা চাই। যে verb গুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে তাদের মধ্যে modal হল নিম্ন লিখিত গুলোঃ
Can, could, may, might, must, ought, will, would, shall এবং should এদের বৈশিষ্ট্য.
Modal Auxiliary Verb
(i) Third person, singular subject-এর পর কোন ordinary verb বসলে তাদের। শেষে s/esযুক্ত হয়।
Example:
He goes to school.
কিন্তু modal verb এর শেষে কোন s/esযুক্ত হয় নাঃ
- He can do it.
- He must do it. ইত্যাদি ৷
(ii) Ordinary verb কে negative বা interrogative-এ পরিবর্তিত করতে হলে তার সাথে auxiliary verb যোগ করতে হয়।
Example:
- He goes. (affirmative)
- He does not go. (negative)
- Does he go? (interrogative)
কিন্তু modal verb গুলোকে negative বা interrogative করতে হলে তাদের সাথে কোন auxiliary verb যোগ করতে হয় না।
Example:
- He can do it. (affirmative)
- He can not do it. (neg.)
- Can he do it? (int.)
(iii) Modal verb গুলোর কোন সঠিক past tense নেই। could, Inight, should, Would এগুলো past হলেও এদের ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে।
(iv) কোন modal verb এর সাথে ing যোগ করা যায় না বলে অর্থাৎ এদের present participle গঠন করা যায় না বলে, এদেরকে কোন continuous tense-এ ব্যবহার করা যায়।
(v) Modal verb এর কোন infinitive নেই। যেমন— to eat লেখা সম্ভব কিন্তু to can, to may, to must লেখা সম্ভব নয় ৷
(vi) Modal verb এর পর সব সময় একটি infinitive থাকে। এদের মধ্যে একমাত্র ought-এর পরবর্তী infinitiveটি হয় ful-infinitive (to থাকে) এবং অন্যান্য modal এর পরবর্তী infinitive গুলো হয় bare-infinitive (to উহ্য থাকে)।
Read Essay and Paragraph
Semi-modal Auxiliary Verb
অপরপক্ষে need, dare, এবং used (to) হল semi-modal verb. এদের প্রথমদুটি defective এবং ordinary উভয় প্রকার verb হিসেবে কাজ করতে পারে। তিনটি verb ই modal verb এর মত কোন auxiliary verb ছাড়াই negative বা interrogative গঠন করতে পারে। আবার তারা do/did form-ও গ্রহণ করতে পারে।
Example:
- I need not go.
- or, I do not need to go.
Introduction
এই অধ্যায়ে আমরা কয়েকটি verb এর বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করব। এই verb গুলোর ব্যবহার এতই গুরুত্বপূর্ণ যে এগুলো ছাড়া দৈনন্দিন জীবনে ইংরেজী ভাষার ব্যবহার প্রায় অকেজো হয়ে পড়ে। সুতরাং এগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে। আলোচ্য verb গুলো হলঃ
Be – must
Be+to – can
Have – may
Have to – need
Do – ought
Should – would
Elaborate Discussion
এবার প্রতিটি verb এর বিভিন্নমুখী ব্যবহার দেখা যাক-
A. Uses of verb “to be”
প্রথমে এই verb টির বিভিন্ন রূপ দেখা যাকঃ
Present form: am, is, are, art (কবিতায়)
Past form: was, wast (কবিতায়), were, wert, (কবিতায়)
Future form: shall be, shalt be (কবিতায়), will be, wilt be(কবিতায়)
Present participle: being (অর্থাৎ be+ing)
Past participle: been
Perfect participle: having been
Present perfect: have been, has been
Read More in English Grammar
1. Use of ‘be’ as the Principal Verb:
“থাকা’ বা ‘হওয়া অর্থে ‘be’ principal verb হিসেবে ব্যবহৃত হয়। তখন বাক্যের গঠন হয় নিম্নরূপঃ
(a) NP1 + Be + Adj.
(b) NP1 + Be + NP2 (Complement)
(c) NP1 + Be + Adverbial phrase
এবার নিচের উদাহরণ গুলো পড়ঃ
সে (হয়) একজন ছাত্র।
তারা (হয়) আমার বন্ধু।
আমি (হই) একজন শিক্ষক।
তোমরা (হও) অসৎ।
তিনি ছিলেন একজন গায়ক।
গোলাপ (হল) ফুলের রাণী।
বাবা ঘরে আছেন।
আল্লাহ (হলেন) সর্বশক্তিমান।
রীমা (হয়) অসুস্থ।
সে ছিল অনুপস্থিত।
এবার বাক্যগুলোর ইংরেজী অনুবাদ দেখা যাক । প্রতিটি translation এর পাশে (a), (b), (c) চিহ্ন দিয়ে উপরের structure বুঝান হয়েছে !
She is a student. (b)
They are my friends (b)
I am a teacher. (b)
You are dishonest. (a)
He was a singer. (b)
The rose is the queen of flowers. (b)
Father is in the room. (c)
Allah is almighty. (a)
Rima is ill. (a)
She was absent. (a)
Exercise
নিচের structure-টি ব্যবহার করে বিভিন্ন tense-এর কমপক্ষে দশটি বাক্য গঠন কর যাদের প্রত্যেকটিতে principal verb হল be-verb.
NP | Am | NP |
Is | ||
Are | Adj | |
Was | ||
Ware | Adverb | |
Shall be | ||
Will be |
Ans. উপরের আলোচনা দেখ।
Conclusion
art, wert, shalt be, wilt be—এরা সর্বদা thou (=you) এর পরে বসে।
কবিতায় এগুলো ব্যবহৃত হয়। যেমনঃ
তুমি একজন মিথ্যাবাদী= Thou art (= are) a liar.
তুমি ছিলে সং= Thou wert (= were) honest,
তুই মরবি = Thou shalt (= shall) die, ইত্যাদি।