meaningkosh

Gender কাকে বলে, কত প্রকার, কি কি? What is Gender?

By Team MeaningKosh

Gender কাকে বলে, কত প্রকার, কি কি? What is Gender (লিঙ্গ কি)? যেসব word দ্বারা স্ত্রী, পুরুষ ইত্যাদি লিঙ্গ ভেদ বুঝায় তাদেরকে বলে Gender. Types of Gender  – চার প্রকার। উদাহরণ সহ বিস্তারিত নিচে দেয়া হলো।

What is Gender?

নিচের উদাহরণগুলাে পড় –
He is a good man.
She is a good woman.
Biva looks after her (his নয়) goats.

উপরের উদাহরণগুলােতে He, she, man, woman, her-এর ব্যবহার লক্ষ্য করেছ তাে? প্রথম sentence-এ he ব্যবহৃত হয়েছে বলে man ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যের subject হল she আর এজন্যেই woman ব্যবহৃত হয়েছে। Biva যেহেতু একটি মেয়ের নাম, সেহেতু his ব্যবহৃত না হয়ে her ব্যবহৃত হয়েছে। তাহলে দেখা গেল স্ত্রী বা পুরুষ বুঝাতে word এর ব্যবহারও পাল্টাতে হয়েছে। যেসব word দ্বারা স্ত্রী, পুরুষ ইত্যাদি লিঙ্গ ভেদ বুঝায় তাদেরকে বলে gender.

Types of Gender

Gender চার প্রকার। যথা:

1. Masculine gender (পুংলিঙ্গ)
2. Feminine gender (স্ত্রীলিঙ্গ)
3. Common gender (উভয়লিঙ্গ)
4. Neuter gender (ক্লীবলিঙ্গ)

Gender কাকে বলে, কত প্রকার, কি কি? What is Gender?

Discussion and Examples (আলােচনা এবং উদাহরণ)

1. Masculine gender: যে সব word দিয়ে পুরুষ জাতি বুঝায় তাদের masculine gender বলা হয় বা ঐ সব noun বা pronoun কে masculine noun বলে ।

যেমন: Rahim, father, uncle, he, grandfather, boy ইত্যাদি।

2. Feminine gender: যে সব noun বা pronoun স্ত্রী জাতি বুঝায় তাদের feminine gender হয়। যেমন: Mother, grandmother, aunt, she, sister ইত্যাদি।

Read Also: Transformation of Masculine Gender into Feminine Gender

3. Common gender: যে সব word দিয়ে একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়ই। বুঝানাে যায় তাদের common gender হয়। যেমন: student (ছাত্র/ছাত্রী), lawyer (উকিল), orphan (এতিম), parent (মা, বাবা), friend, cousin (চাচাত, খালাত, ফুফাত, মামাত ভাই বা বােন), person (ব্যক্তি-নারী বা পুরুষ), they (তারা) ইত্যাদি।

4. Neuter gender : যে সব word স্ত্রী বা পুরুষ কোনটি না বুঝিয়ে অচেতন বস্তুকে বুঝায় তাদের neuter gender হয়। যেমনঃ Table, chair, sky, iron, it, that ইত্যাদি।

Tags: ,
avatar

Team MeaningKosh

View all posts

Top