meaningkosh

Science in Everyday Life – Essay Writing

By Team MeaningKosh

Science in Everyday Life essay writing for the students of School for the class of Six to Ten and college level. Short Essay on Science In Everyday Life. Also, get more essay online on this site for the students.

Science in Everyday Life – Essay Writing

Introduction: In the history of mankind, science has the greatest contribution. Science has come to relieve mankind sufferings and ignorance. It has brought changes in man’s life by inventing things one after another. Modern civilization is undoubtedly the contribution of science. In fact, in our everyday life, we find the uses of science all around us.

Science in agriculture: Modern science has contributed a lot to the agricultural sector. Today hi-tech tractors and ploughs are being used instead of blunt ploughs. Chemical fertilizers are being used to grow more crops. The hi-tech insecticide is being used to protect crops from worms and insects. Hi-breed seeds, livestock, poultry, etc have done a lot to solve food problems.

Read Also: Wonders of Mordern Science Essay

Science in Medicine: With the help of medical science, today men are getting long life. Biopsy and ultrasonography, E.C.G, Ultra-violet ray, X-ray, etc can diagnose critical diseases and can save men from certain death in many cases. Complicated operations are being possible with the help of new technology.

Science in Everyday Life - Essay Writing

Science in Communication: Modern communication is the gift of science. The telephone, telex, fax, wireless, telegram, mobile phone, internet, etc. are great inventions of modern science. They have brought the world closer to us. Today we can send news and information from one corner of the world to another within seconds.

Others: In fact, there is no sector or area in our life that is not influenced by science. The modern banking sector, trade, and commerce, education, entertainment, etc. are greatly dependent on the blessing of science.

Conclusion: Science has brought us peace and prosperity. But we should remember that every good thing may turn bad if it is abused. So we have to be careful about the use of science so that human life can be happy and prosperous.

দৈনন্দিন জীবনে বিজ্ঞান – রচনা

ভূমিকা: মানবজাতির ইতিহাসে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান রয়েছে। বিজ্ঞান এসেছে মানবজাতিকে দুর্ভোগ ও অজ্ঞতা থেকে মুক্তি দিতে। এটি একের পর এক সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন এনেছে। আধুনিক সভ্যতা নিঃসন্দেহে বিজ্ঞানের অবদান। প্রকৃতপক্ষে আমাদের প্রাত্যহিক জীবনের সর্বক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার দেখতে পাই।

কৃষিক্ষেত্রে বিজ্ঞান: আধুনিক বিজ্ঞান কৃষিক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। প্রাচীন ভােতা লাঙলের পরিবর্তে আজ ব্যবহৃত হচ্ছে উন্নতমানের কলের লাঙ্গল ও ট্রাক্টর। অধিক শস্য উৎপাদনের জন্য রাসায়নিক সার ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন কীটপতঙ্গ থেকে ফসল রক্ষা করতে উন্নতমানের কীটনাশক ব্যবহৃত হচ্ছে। উচ্চ ফলনশীল বীজ, পশু সম্পদ, হাঁস-মুরগি প্রভৃতি খাদ্য সমস্যা সমাধান করতে অনেক সহায়তা করেছে।

চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান: চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে আজ মানুষ দীর্ঘ জীবন লাভ করছে। বায়ােপসি এবং আল্ট্রাসনােগ্রাফি, ই.সি.জি, অতিবেগুনী রশ্মি, এক্স-রে প্রভৃতি জটিল রােগ নির্ণয় করতে পারে এবং অনেক ক্ষেত্রে মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে। নতুন প্রযুক্তির সাহায্যে জটিল অপারেশন করাও সম্ভব হচ্ছে।

যােগাযােগক্ষেত্রে বিজ্ঞান: আধুনিক যােগাযােগ ব্যবস্থা বিজ্ঞানের উপহার। টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, বেতার, টেলিগ্রাম, মােবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি হচ্ছে আধুনিক বিজ্ঞানের বিরাট আবিষ্কার। এগুলাে বিশ্বকে আমাদের সন্নিকটে এনে দিয়েছে। আজ আমরা সেকেন্ডের মধ্যে খবর এবং তথ্য পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে পারি।

অন্যান্য: প্রকৃতপক্ষে আমাদের জীবনের এমন কোনাে ক্ষেত্র নেই যা বিজ্ঞান দ্বারা প্রভাবিত নয়। আধুনিক ব্যাংকিং, ব্যবসাবাণিজ্য, শিক্ষা, বিনােদন ইত্যাদি বিজ্ঞানের আশীর্বাদের উপর অনেকাংশে নির্ভরশীল।

উপসংহার: বিজ্ঞান আমাদের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে এনেছে। তবে আমাদের মনে রাখা উচিত যে প্রতিটি ভাল বিষয় খারাপ বিষয়ে পরিণত হতে পারে যদি অপব্যবহার করা হয়। সুতরাং বিজ্ঞানের ব্যবহার সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে যাতে করে মানুষের জীবন সুখী ও সমৃদ্ধশালী হতে পারে।

Tags: , ,
avatar

Team MeaningKosh

View all posts

Top