meaningkosh

Life in Dhaka Paragraph Writing

By Team MeaningKosh

Life in Dhaka is both interesting and miserable. Those who are well-off and have the security of their livelihood live very happily in this city. They have money enough to expend to enjoy their time.

I live in Dhaka and because I am not rich, I am not considerably happy here. On the contrary, those who are poor are not so much happy in this city as they expect to be………

In fine, it can be said that life in Dhaka is moderately good.

Life in Dhaka Paragraph Writing

লক্ষ্য কর, 1 live in … happy here বাক্যটি paragraph টির main idea-র সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং এটা হল একটি DESTROYER . Paragraph লেখার সময় এ রকম তুটি যেন না ঘটে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

Life in Dhaka Paragraph Writing

Order of presentation:
Order বলতে বুঝায় একটি paragraph এর মধ্যে sentence-গুলােকে কোটার পর কোন্‌টা সাজাতে হবে তাই। এই ভুলের কারণে একটি complete paragraph-ও ত্রূটিযুক্ত হয়ে পড়ে। এই ভুল এড়ানাের জন্য idea development-এর সময়ই চিহ্নিত করে রাখতে হয় কোন্ বাক্যটির পর কোন্ বাক্যটি লিখতে হবে। নইলে একবার লেখা শুরু করলে এ ভুল আর না-ও শােধরানাে যেতে পারে।

Sentence-এর orderly movement-এর নিশ্চয়তা বিধান করার জন্য Time ও Space এর order এর প্রতি বিশেষ নজর দিতে হয়। আবার main idea-র উপস্থাপনের ক্ষেত্রে Particular to General কিংবা General to Particular-এর যে-কোন approach-ই সুবিধামত গ্রহণ করা যায়।

Coherence:

এ কোন paragraph এ unity, completeness এবং order সঠিক হলেও একমাত্র coherence-এর অভাবের কারণে তা একটি দুর্বল writing-এ পরিণত হয়। সুতরাং coherence হল paragraph এর সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। Coherence বলতে বুঝায় paragraph এর একটি বাক্য কিভাবে অন্য বাক্যের সাথে অর্থের দিক থেকে মসৃনভাবে সঙ্গতিপূর্ণ হয়েছে তাই।

Tags: ,
avatar

Team MeaningKosh

View all posts

Top