meaningkosh

Composition Writing tips | Composition লেখার সহজ কৌশল

By Team MeaningKosh

Composition Writing tips. Composition লেখার সহজ কৌশল. এটি হবে পরীক্ষার প্রশ্নপত্রের ১৫ নং প্রশ্ন। এক্ষেত্রে পরীক্ষায় কোনো বিষয়ের উপর একটি Composition লিখতে বলা হবে। নম্বর থাকবে ১২। composition writing topics.

Composition কী?

‘Composition’ শব্দের অর্থ কোনো কিছু লেখা অথবা টাইপ করা। Essay, letter, paragraph ইত্যাদি সাধারণভাবে Composition এর অন্তর্ভুক্ত। তবে এক্ষেত্রে Composition বলতে একটি short essay কে বুঝায়। যার প্রথমে থাকবে Introduction এবং শেষে থাকবে Conclusion. Introduction ও conclusion এর মাঝে আরো কিছু paragraph থাকবে।

Composition Writing tips

composition writing pdf. composition writing topics. composition writing examples pdf. multiple composition writing system pdf. how to write a composition for primary school. composition writing skills.

Composition লিখার Style বা ধরন

বিভিন্ন style এ Composition লিখা যায়। যেমন :

i) Descriptive Style: কোনো প্রবন্ধে যখন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের বর্ণনা প্রদান করা হয় তখন সেটিকে descriptive style এর composition বলে। এই ধরনের composition গুলো হলো, A village fair, A village market, Television, Rivers of Bangladesh, Cricket, Football, Floods ইত্যাদি।

ii) Narrative Style: সাধারণত ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা বা ঘটনা বর্ণনা করা হলে সেটিকে Narrative style এর composition বলে। যেমন: Your childhood memories, Your journey by bus /boat/train, A recent flood you witnessed, A cricket match you enjoyed ইত্যাদি বিষয় গুলো Narrative style এর অন্তর্ভুক্ত.

iii) Listing: ‘Listing’ অর্থ ‘তালিকাভুক্তকরণ। কোনো composition যখন কোনো তালিকা আকারে লিখা হয় তখন সেটিকে listing style এর composition বলে।

যেমন: Duties of a student. এক্ষেত্রে duty বা কর্তব্যগুলো কে একের পর এক তালিকা আকারে বর্ণনা প্রদান করতে হবে। এই ধরনের আরো কিছু Composition হলো Uses of Newspaper, Uses of Computer, Benefits of Science ইত্যাদি।

iv) Comparison and Contrast: দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, স্থান, অবস্থান বা ধারণাসমূহের মধ্যে যখন সাদৃশ্য (similarity) এবং বৈসাদৃশ্য (dissimilarity) দেখিয়ে কোনো composition লিখা হয় সেটিকে comparison and contrast style বলে। এই ধরনের composition গুলো হলো, Urban life and rural life, Bolt versus Michael Phelps, Cricket versus Football ইত্যাদি।

Conclusion

কোনো নির্দিষ্ট style বা technique অনুসরণ করতে হলে শুরুতে বিশেষ করে Introduction প্যারাগ্রাফে একটি Thesis sentence লিখতে হয়। Thesis sentence এর বৈশিষ্ট্য হলো যে ঐ sentence টির পক্ষে বা এটির আলকে বক্তব্য উপস্থাপন করতে হবে অর্থাৎ পুরো প্রবন্ধের আলোচনা ঐ Sentence টিকে ঘিরে হতে হবে।

Tags: , ,
avatar

Team MeaningKosh

View all posts

Top